নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘আমরা সময় নষ্ট করতে চাই না। ১২ মাসের মধ্যে ৪৩তম বিসিএসের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু এটি নয়, ভবিষ্যতে সব বিসিএস পরীক্ষা এক বছরে শেষ করতে সর্বাত্মক চেষ্টা করবে পিএসসি। এ ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রিতা থাকবে না।’ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিএসসির চেয়ারম্যান এসব কথা বলেছেন।
জানা গেছে, এক বছরের মধ্যে প্রতিটি বিসিএস পরীক্ষার সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা নিয়েছে পিএসসি। এ লক্ষ্যে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। এখন চলমান ৪৩তম বিসিএসকে টার্গেট করে এ কর্মপরিকল্পনা তৈরি হয়েছে। ভবিষ্যতে সব বিসিএস এভাবে ১২ মাসের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান আরো বলেন, ‘পরীক্ষা শুরুর সময় থেকে পরবর্তী এক বছরে প্রতিটি বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হবে। এর ফলাফলও কম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।’
উল্লেখ্য, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। আর ২০০০ চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এরপর জুলাইয়ে লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে পিএসসির। এছাড়া এখন ৪৩তম বিসিএসের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।
Discussion about this post