নিউজ ডেস্ক
আগামী ২৭ জানুয়ারি থেকে দেশে করোনাভাইরাস টিকা দেওয়া শুরু হবে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের একজন নার্সকে প্রথম টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিকভাবে টিকাদান কর্মসূচির কাজ শুরু হবে। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন গিয়ে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান এ তথ্য দেন। তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে।
এর আগে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে টিকা বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব আব্দুল মানান বলেন, কুর্মিটোলা হাসপাতালে ২৭ বা ২৮ জানুয়ারি ২০ থেকে ২৫ জনকে টিকা দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে।
Discussion about this post