নিজস্ব প্রতিবেদক
আজ রোববার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই এইচএসসি অটোপাস সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় সংসদ সদস্যদের করা এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরিতে শিগগিরই সরকারী কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সাত হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে কারিগরিতে কিছু শিক্ষকের যে সংকট তৈরি হয়েছে সেটি দূর হবে।
শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আরও উন্নত করা হচ্ছে। শিক্ষক সঙ্কট দূরীকরণে শিগগিরই পিএসসির মাধ্যমে ৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে।
Discussion about this post