নিজস্ব প্রতিবেদক
এইচএসসির ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল ৩১ জানুয়ারি থেকে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে।
শনিবার (৩০ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এই তথ্য জানিয়েছে। নোটিশে বলা হয়েছে, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে ফল রিভিউয়ের আবেদন করা যাবে। ম্যানুয়ালি (দরখাস্তের মাধ্যমে) কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির নোটিশে বলা হয়েছে, পুনর্মূল্যায়ন আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে পিন নম্বর দেওয়া হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য যে কোনো অপারেটরের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি আবেদনের জন্য ১২৫ টাকা করে ফি নেওয়া হবে।
মহামারীকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করে সরকার। এতে উচ্চ মাধ্যমিকে অংশ নিতে নিবন্ধন করা ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থীর সবাই পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।
Discussion about this post