শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সারাদেশের ৪৯ টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করেছে। পুরাতন সরকারি এসব প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপকরা।
এদিকে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম ফারুক। ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন কলেজটির উপাধ্যক্ষ সাবিকুন নাহার। হাজারীবাগের বেগম ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছেন ইডেন সরকারি কলেজের অধ্যাপক ড. অর্চ্চনা দত্ত। ঢাকার দুয়ারিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের অধ্যাপক সুফিউন নাহার। আর ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন জামালপুর সরকারি জাহেদা সফির সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. মো সেলিম মিয়া। আর এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ মো. গিয়াস উদ্দীনকে প্রেষণ প্রত্যাহার করে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
আর বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ হয়েছেন উপাধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া। বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আব্বাস উদ্দিন খানকে প্রেষণ প্রত্যাহার করে বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
এছাড়া ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপত খুরশীদ সোলায়মান। ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের অধ্যাপক কাজী গোলাম মোস্তফা। নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক মো. আসাদুল আলম খান। মাদারীপুরের শিবচরের বরহামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ শামীমা আক্তার। নরসিংদী শিবপুরে শহীদ আসাদ সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন মুন্সিগঞ্জ শ্রীনগর সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মো. শফিউল কাফী।
বরিশালের গৌরনদী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন বরিশাল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবুল ইসলাম। এদিকে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন। পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আবুল বাশার তালুকদার। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ এ কে এম সাইফুর রশীদ। যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন যশোর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আশরাফ-উদ-দৌলা। যশোর এম এম কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন রাজশাহী সরকারি কলেজের অধ্যাপক মো. আব্দুল মজিদ। খুলনা মজিদ মেমোরিয়াল সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন সাতক্ষীরা শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা। খুলনা সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ হয়েছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মো. মিজানুর রহমান। খুলনার পাইওনিয়ার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন বাগেরহাট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ঝর্ণা হালদার।
খুলনার রুপসা বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ হয়েছেন খুলনা এল বি কে ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ হাবিব। সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান। ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মিলটন ভট্টাচার্য। ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো আবু তাহের। শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ। শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ আফিয়া ফেরদৌস।
টাঙ্গাইল ভুয়াপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন সা’দাত সরকারি কলেজের অধ্যাপক মো. কামরুজ্জামান সরকার। নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন রাজশাহী সরকারি কলেজের অধ্যাপক মঞ্জুরা খানম। পাবনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মেহেরুন নেছা। রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন ঢাকার তিতুমীর সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. আবেদা সুলতানা। নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম। নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ ওবায়দুল আনোয়ার।
রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন কলেজটির উপাধ্যক্ষ ড. মো. আমজাদ হোসেন। ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ আবুল খায়ের মো. আব্দুল মজিদ।
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মাজাহারুল ইসলাম। সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন কলেজটির উপাধ্যক্ষ শামীমা আখতার চৌধুরী। আর হবিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অধ্যাপক মো. নজরুল ইসলাম ভুঁইয়া।
অপর এক আদেশে, ময়মনসিংহের হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ এ কে এম নাছির উদ্দিন। ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মনজুরুল করিম। আর ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক উম্মে কুলসুম ইউসুফ।
জানা গেছে, তাদের পদায়ন দিয়ে ২ ফেব্রুয়ারি পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
Discussion about this post