নিজস্ব প্রতিবেদক
শিক্ষা আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এক ভার্চুয়াল সভার আয়োজন করছে। আগামীকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের জুম মিটিংয়ে অংশ নিতে মন্ত্রণালয় থেকে নোটিশ দেয়া হয়েছে।
এর আগে গত ২০ ডিসেম্বর এই আইনের খসড়া চূড়ান্ত করতে একটি সভা ডাকলেও তা শেষ মুহুর্তে এসে স্থগিত করা হয়।
ওইদিন বিকেল ২টায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভাটি অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে বলে সে সময় এক নোটিশে বলা হয়েছিল। এর দেড় মাসের মাথায় আগামীকাল শিক্ষা আইন-২০২০ এর খসড়া চূড়ান্ত করতে আবার বসছে শিক্ষা মন্ত্রণালয়।
Discussion about this post