নিউজ ডেস্ক
করোনার টিকা এক ডোজ নয়, একসাথেই দুই ডোজ দেয়ার চিন্তাভাবনা চলছে। প্রথম ডোজ দেয়ার দুইমাস পর অর্থাৎ তৃতীয় মাসে দ্বিতীয় ডোজ দেয়ার পূর্ব সিদ্ধান্ত থাকলেও এখন একসঙ্গে দুই ডোজের চিন্তা চলছে। ৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়) আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ সাপেক্ষে একসঙ্গে দুই ডোজ টিকা দেয়ার ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর, এনসিডিসি ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনের কাছে এক ডোজের বদলে দুই ডোজ একসঙ্গে দেয়ার পরিকল্পনার তথ্যের সত্যতা জানতে চাইলে তিনি ‘এ ব্যাপারে আলোচনা হয়েছে’ স্বীকার করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান। তবে এ ব্যাপারে বেশি কিছু বলতেও তিনি অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। পরের দিন রাজধানীর চারটি সরকারিসহ পাঁচটি হাসপাতালে (ঢাকা মেডিকেল, কুর্মিটোলা জেনারেল, কুয়েত মৈত্রী, মুগদা এবং বিএসএমএমইউ) ৫৪১ জনকে টিকা দেয়া হয়।
ইতোমধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে যাদের টিকা দেয়া হবে তাদের তালিকা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে ৮০ বছরের বেশি বয়সী ১৩ লাখ ১২ হাজার ৯৭৩ জন এবং ৭৭ থেকে ৭৯ বছর বছর বয়সী ১১ লাখ তিন হাজার ৩৫৩ জনকে ভ্যাকসিন দেয়া হবে। দ্বিতীয় মাসে ৭৪ থেকে ৭৬ বছর বয়সী ৯ লাখ ৫৩ হাজার ১৫৩ জন এবং ৭০ থেকে ৭৩ বছরের ২০ লাখ ছয় হাজার ৮৭৯ জনকে টিকা প্রদান করা হবে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সর্বমোট ৮৬ সহস্রাধিক আবেদন জমা পড়েছে। এর মধ্যে গত দুই দিনে অর্ধলক্ষাধিক আবেদন জমা পড়ে। আবেদনকারীদের মধ্যে গ্রামের চেয়ে রাজধানী ঢাকাসহ অন্যান্য শহর এলাকার আবেদনকারীর সংখ্যা বেশি।
Discussion about this post