নিউজ ডেস্ক
জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হবে আজ। এ উপলক্ষ্যে গতকাল এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় গ্রন্থাগার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, জনসাধারণের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ গ্রন্থাগারের মূল উদ্দেশ্য। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় গ্রন্থ দিবস। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে নানাবিধ আয়োজন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। সোনার বাংলা গড়তে প্রয়োজন জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ। লাইব্রেরি সে ভূমিকা পালন করছে।
প্রতিমন্ত্রী আরো জানান, সারা দেশে ৭১টি গণগ্রন্থাগার আছে। সেগুলো ডিজিটালাইজেশনের কাজ চলছে। এর ফলে সকল লাইব্রেরির তথ্য একটি জায়গাতেই পাওয়া যাবে। ধীরে ধীরে দেশের বেসরকারি লাইব্রেরিগুলোকেও এই কার্যক্রমের আওতায় আনা হবে।
এ উপলক্ষে আজ শুক্রবার গ্রন্থাগার দিবসটি যথাযথভাবে পালন করা হবে।
Discussion about this post