নিউজ ডেস্ক
২০২১ সালের একুশে পদকের জন্য নাটক ক্যাটাগরিতে মনোনীত আহমেদ ইকবাল হায়দার বলেছেন, এখন আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। এই প্রাপ্তি আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।
আহমেদ ইকবাল হায়দারের জন্ম পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে। বাবা কায়কোবাদ আহমেদ ও মা জেবুন্নেছা বেগম। ৬ ভাই ও এক বোনের মধ্যে তিনি ৪র্থ। চট্টগ্রামের ‘তির্যক’ নাট্যদলের দলপ্রধান তিনি। আহমেদ ইকবাল হায়দার ৩০ বছরেরও বেশি সময় ধরে মঞ্চ নাটকে কাজ করে যাচ্ছেন। তিনি একাধিক টিভি নাটকেও অভিনয় করেছেন। বর্তমানেও করে যাচ্ছেন।বর্তমানে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
Discussion about this post