শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগে আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সে দেশের হাইকমিশনার রবার্ট ডিকসন। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি আরও কয়েকটি খাতে ব্রিটিশ বিনিয়োগকারীদের বিনিয়োগ সম্ভাবনার কথা জানান।
রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার কার্যালয়ে এ বৈঠকে ব্রিটেনের হাইকমিশনার বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা কার্যক্রম চালু করতে ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অত্যন্ত আগ্রহী। তিনি উল্লেখ করেন, ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে অধিক হারে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগ আকর্ষণে তিনি বাংলাদেশের ব্যবসা সহায়ক পরিবেশের আরও উন্নতির প্রয়োজন বলে মত দেন।
ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য যুক্তরাজ্য। তিনি বাংলাদেশ থেকে আরও বেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সেবা আমদানির পাশাপাশি এ খাতে বিনিয়োগের আহ্বান জানান। তৈরি পোশাকের পাশাপাশি শাক-সবজি, ফলমূল, বাইসাইকেল, ব্যাটারি, পাটজাত পণ্য এবং পাদুকা ও চামড়াজাত পণ্য ইত্যাদি আমদানির প্রস্তাব দেন।
Discussion about this post