অনলাইন ডেস্ক
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলেছে, করোনার টিকা ওইসব দেশেও ব্যবহার করা উচিত, যেখানে নতুন ধরনের করোনার সংক্রমণ বেশি। ৬৫ বছর বয়সের বেশি মানুষও এই টিকা নিতে পারবেন বলে জানিয়েছে জাতিসংঘের এই অঙ্গ সংস্থাটি।
তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, সার্বিকভাবে টিকাটি ৬৩ শতাংশ কার্যকর। বাংলাদেশও অক্সফোর্ডের টিকা ব্যবহার করছে। গত পাঁচ দিনে দেশে ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন মানুষ এ টিকা নিয়েছে।
Discussion about this post