নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রী পরিষদ সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যাপারে ৫-৬ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে একটি কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
সচিব বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক। তবে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।
Discussion about this post