নিউজ ডেস্ক
করোনাকালে অবদান রাখায় সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া।
ভারতের ত্রিপুরা রাজ্যের বহুল প্রচারিত দৈনিক ‘হেডলাইন্স ত্রিপুরা’ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সোনারতরী হোটেলে দেশ-বিদেশের চিকিৎসকদের এ সম্মাননা জানাবে।
অনুষ্ঠানে কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের চিকিৎসক দেবাশিস দত্ত, দিল্লি ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. কিশলয় দত্ত, হরিয়ানার চিকিৎসক ডা. জয়া দেববর্মণ, লন্ডনের চিকিৎসক ডা. ডি গোলাটি, বাংলাদেশের চিকিৎসক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও ডা. তুষার মহম্মদ তালুকদার, আমেরিকার ড. পর্ণালী ধর চৌধুরী, ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তীকে সম্মাননা জানানো হবে।
উল্লেখ্য, ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালের মার্চ-এপ্রিল মাসে করোনা সংক্রমণের শুরুতে মাত্র ১৫ দিনে বেসরকারি উদ্যোগে প্রথম করোনা বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
Discussion about this post