নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। চলমান ছুটির এ মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (প্রশাসন ও সংস্থাপন) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ২৯ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
“এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন। শিক্ষাথীদের বাসস্থানে অবস্থানের বিষযটি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন।”
Discussion about this post