নিউজ ডেস্ক
পর্যায়ক্রমে সব উপজেলায় সরকার চক্ষুসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০ উপজেলায় ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি আরো জানান, ভারতের অরবিন্দ হাসপাতালের সাথে বাংলাদেশে চুক্তি হয়েছে। চিকিৎসা সেবার বিষয়ে সেখানকার চিকিৎসকদের পরামর্শ নেয়া হচ্ছে।
এসময় জন্মান্ধতা দূর করতে সরকারের ব্যাপক কর্মসূচির কথা তুলে ধরেন সরকারপ্রধান। বলেন, বাংলাদেশকে সঠিকভাবে গড়তে হলে সুস্থ জনগোষ্ঠী প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই কারণে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় না, টেলিমেডিসিনের মাধ্যমে মানুষ সহজে চিকিৎসেবা পাচ্ছেন।”
Discussion about this post