অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শিক্ষার্থী পাঠানো দুই দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীদের অধিকাংশ স্নাতকোত্তর, পিএইচডি ও কঠিন কঠিন বিজ্ঞান বিষয়ক সব ডিগ্রি নিচ্ছেন বলে জানান মিলার।
রাজশাহী নগর ভবনে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত।
শিক্ষা বিনিময়ের ওপর জোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের মাত্রা আরও বাড়াতে কাজ চলছে।
এ সময় রবার্ট মিলার রাজশাহীতে মার্কিন বিনিয়োগের কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের সিস্টার সিটিজ প্রোগ্রামের আওতায় রাজশাহী মহানগরের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Discussion about this post