অনলাইন ডেস্ক
জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) সুপারিশের পর বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটি অনুমোদনের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় কমিশন।
জনসনের ভ্যাকসিন ইইউতে অনুমোদন পাওয়া চতুর্থ করোনা ভ্যাকসিন। এর আগে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সংস্থাটি।
ইএমএ এক বিবৃতিতে বলেছে, জে অ্যান্ড জে এর ভ্যাকসিনের জন্য যে তথ্য পাওয়া গেছে তা ‘শক্তিশালী’ এবং কার্যকারিতা, নিরাপত্তা ও মানের শর্তগুলো পূরণ করেছে।
ইএমএ’র নির্বাহী পরিচালক ইমার কুক বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন জুড়ে সরকারগুলো মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এবং নাগরিকদের জীবন ও স্বাস্থ্য রক্ষায় আরেকটি উপকরণ পাবে। এটি প্রথম কোনো ভ্যাকসিন যা একটি ডোজ হিসেবে ব্যবহার করা যাবে।’
জনসনের ভ্যাকসিন প্রসঙ্গে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ভাইরাস বিশেষজ্ঞ পলি রয় বলেন, এই ভ্যাকসিনের প্রাথমিক সুবিধা হলো এটি এক ডোজের মাধ্যমেই দেয়া যাবে। এছাড়া, এটি অপেক্ষাকৃত উষ্ণ তাপমাত্রায় সংরক্ষণ করা যায় ফলে অন্যান্য ভ্যাকসিনগুলোর চেয়ে আরও সহজে সংরক্ষণ করা যাবে।
সূত্র : ডয়চে ভেলে
Discussion about this post