নিউজ ডেস্ক
উদ্ভাবনীতে নতুন উদ্যোক্তা তৈরিতে স্বল্প সুদে ঋণ দিতে ৫০০ কোটি টাকা স্টার্টআপ তহবিলের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ৪১২তম বোর্ড সভায় এই অনুমোদন দেয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর মেয়াদে ৪ শতাংশ সুদে ঋণ পাওয়া যাবে। ২১ বছরের বেশি একজন উদ্যোক্তা সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ নিতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের পাশাপাশি ব্যাংকগুলোকে পরিচালন মুনাফা থেকে ১ শতাংশ অর্থ নিয়ে নিজস্ব স্টার্টআপ তহবিল করতে হবে।
স্টার্টআপ তহবিল থেকে একজন উদ্যোক্তা যে কোনো একটি উদ্যোগে একবারের বেশি ঋণ নিতে পারবেন না। উদ্যোক্তার শিক্ষাগত যোগ্যতা, কারিগরি অভিজ্ঞতা, ব্যক্তিগত, সামাজিক ও গ্রুপ গ্যারান্টিকে জামানত হিসেবে গ্রহণ করা যাবে।
উদ্যোক্তা মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন। অন্যদিকে যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে তা বিদ্যমান নিয়মে খেলাপি হবে। তবে এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রভিশন রাখতে হবে কম।
নতুন তহবিল প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি আলমাস কবীর স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, এই ধরনের তহবিল ইনোভেশন কালচারকে উৎসাহী করবে। তিনি জানান, গত সাত আট বছর ধরে দেশে স্টার্ট আপ চালু হলেও চার পাঁচ বছর ধরে সফলতা পাওয়া শুরু হয়েছে।
Discussion about this post