শিক্ষার আলো ডেস্ক
আজ রোববার পালিত হবে আন্তর্জাতিক গণিত দিবস। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে দেশে দিনটি উদযাপনে অংশ নেবে বাংলাদেশ গণিত সমিতি। এ দিনটিকে পাই দিবস হিসেবেও পালন করা হয়। এ উপলক্ষে একটি অনলাইন অনুষ্ঠানে যুক্ত হবেন বিশ্বের প্রথিতযশা গণিতবিদরা। প্রতিবছর দিবসের একটি নতুন থিম ঠিক করা হয়।
১৯৮৮ সালে পদার্থবিদ ল্যারি শ’ পাই দিবসের ধারণার প্রবর্তন করেন। সান ফ্রান্সিকোর বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ’ এ দিবস পালনের উদ্যোক্তা বলে তাকে ‘পাই-এর রাজপুত্র’ বলা হয়। ২০০৯ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্র সরকার ১৪ মার্চকে জাতীয় পাই দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়। তবে বাংলাদেশে পাই দিবস উদযাপিত হচ্ছে ২০০৬ সাল থেকে।
এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ‘উন্নত বিশ্বের জন্য গণিত’। আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানটির আর্থিক ও কারিগরি সহায়তা করে ‘রেলিসোর্স’ এবং মিডিয়া পার্টনার হিসেবে আছেন সমকাল, আরটিভি, ডেইলি নিউ এজ ও ক্যাম্পাসলাইভ২৪.কম।
Discussion about this post