শিক্ষার আলো ডেস্ক
পল্লীকবি জসীমউদ্দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ (রোববার)। ১৯৭৬ সালের এ দিনে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এই কবি ঢাকায় মারা যান। পরে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পৈতৃক বাড়ির ডালিমগাছের তলায় তাকে দাফন করা হয়।
কবি জসীমউদ্দীনের লেখা উপন্যাস ‘বেদের মেয়ে’, কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘নকশী-কাঁথার মাঠ’সহ বিভিন্ন কবিতা পাঠকমনে নাড়া দেয়।
জসীম উদ্দীনের “নকশী কাঁথার মাঠ” কাব্যটি “দি ফিল্ড অব এমব্রয়ডার্ড কুইল্ট” এবং বাঙালীর হাসির গল্প গ্রন্থটি ফোক টেল্স অব ইষ্ট পাকিস্তান নামে ইংরেজিতে অনূদিত হয়েছে।
১৯৭৬ খ্রিষ্টাব্দে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ খ্রিষ্টাব্দে বিশ্বভারতীর ডি.লিট উপাধি ও ১৯৭৬ খ্রিষ্টাব্দে একুশে পদকে ভূষিত করা হয়।
এছাড়াও তিনি প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরম্যান্স, পাকিস্তান (১৯৫৮), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি, ভারত (১৯৬৯), ১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন,স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর) পুরস্কারও পান ।
Discussion about this post