অনলাইন ডেস্ক
এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার ব্যবহার স্থগিত করল জার্মানি, ফ্রান্স ও ইতালি। সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পেয়ে সতর্কতা স্বরূপ দেশগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে। খবর সিএনএন’র।
এই তিন দেশের আগে ইউরোপেরই আরেক দেশ নেদারল্যান্ডস আগামী ২৯ মার্চ পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিতের ঘোষণা দেয়। গতকাল রোববার তারা এই সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি নরওয়েতে এই টিকা নেওয়ার পর বয়স্কদের রক্ত জমাট বাঁধার রিপোর্ট দেখে ব্যবহার স্থগিত করে আয়ারল্যান্ড। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, রক্ত জমাট বাঁধার ঘটনা বাড়ার সঙ্গে করোনার টিকার কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে, ঝুঁকির তুলনায় এই টিকার উপকারিতার পাল্লা ভারি বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)। টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ইএমএ।
এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে, টিকার কারণেই রক্ত জমাট বাঁধার ঘটনা বাড়তে পারে, তার কোনো প্রমাণ নেই। ইউরোপজুড়ে এবং গোটা যুক্তরাজ্যের টিকা প্রাপ্তদের মাঝে ১৫ জনের ডিভিটি অর্থাৎ ধমনীতে রক্ত জমাট বাধার ঘটনা এবং ২২ জনের পালমোনারি এম্বোলিজম অর্থাৎ ফুসফুসের রক্তপ্রবাহনালীতে জমাট বাধার ঘটনা ঘটেছে। ইউরোপ ও যুক্তরাজ্যের এক কোটি ৭০ লাখ লোক তাদের টিকা নিয়েছে বলে জানায় অ্যাস্ট্রাজেনেকা।
ডেনমার্ক, নরওয়ে, বুলগেরিয়া, আইসল্যান্ড ও থাইল্যান্ডও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিত করেছে।
Discussion about this post