নিউজ ডেস্ক
নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ থাকায় সব শিক্ষার্থীকে ঘরে বসে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শিশু সমাবেশে তিনি এ আহ্বান জানান।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট সোনামনিরা, তোমরা ঘরে বসে পড়াশোনা করো, সেই সঙ্গে খেলাধুলাও করবে। আমরা এটাই চাই, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা একান্তভাবে অপরিহার্য। কারণ, তোমরাই তো আমাদের ভবিষ্যত, তোমরাই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।’
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য বর্তমান সরকারের যে প্রচেষ্টা তা ভবিষ্যত প্রজন্মই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
করোনার সংক্রমণ বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
Discussion about this post