নিউজ ডেস্ক
স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সম্মেলনে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
মন্ত্রী বলেন, পর্যটন, পিকনিক ও ওয়াজ মাহফিলসহ সামাজিক অনুষ্ঠানের জন্য করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। সুতরাং ভিড় এড়িয়ে চললে করোনার সংক্রমণ রোধ করা যাবে। বিয়ে বাড়ি বা ভিড় সমাগম এড়িয়ে চলতে হবে।
তিনি আরো বলেন, সংক্রমণের এ সময়ে কেউ স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতে পারে।
করোনার টিকার বিষয়ে তিনি বলেন, টিকা নিলে মানুষের মাঝে বিভ্রান্ত ছিল। সেটা দূর হয়েছে টিকা নিলেও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। টিকার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তবে টিকা নেয়ার পরও সাবধানতা অবলম্বন করতে হবে।
Discussion about this post