নিউজ ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। এর ফলে আগামী ২ এপ্রিল এ পরীক্ষা আয়োজনে আইনগত কোনো বাধা রইল না।
পরে আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
Discussion about this post