নিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারতের দেওয়া গান্ধী শান্তি পুরস্কার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে গ্রহণ করলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমঞ্চে নরেন্দ্র মোদী এ পুরস্কার হস্তান্তর করেন।
গান্ধীর অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনে অবদানের জন্য এই পুরষ্কার দেওয়া হয়। ভারত সরকার গত বছর ২০২০ সালের এ পুরস্কার দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
মহাত্মা গান্ধীর ১২৫তম জন্ম বার্ষিকীর বছর ১৯৯৫ সাল থেকে ভারত সরকার প্রতি বছর গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে। গান্ধী পুরস্কারের অর্থমূল্য ১ কোটি রুপি সঙ্গে দেওয়া হয় মানপত্র ও ঐতিহ্যপূর্ণ হস্তশিল্প সামগ্রী।
ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন মান্ডেলা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার এই গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ১০ দিনব্যাপী অনুষ্ঠনের শেষ দিন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে তিনি প্যারেড স্কয়ারে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। এ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তার বক্তব্য শেষ করার পর শেখ রেহানা বঙ্গবন্ধুর তর্জনি স্মারক উপহার মোদীর হাতে তুলে দেন।
Discussion about this post