বাংলানিউজ টোয়েন্টিফোর.কম
ঢাকা: উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) একসঙ্গে কাজ করবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠান দু’টির কর্মপরিধি সুনির্দিষ্ট করাসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ-এর সভাপতিত্বে বিএসির সঙ্গে এক আলোচনা সভায় এ কথা জানানো হয়।
সভায় অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসি সদস্য ড. দিল আফরোজা বেগম, ড. মো. সাজ্জাদ হোসেন ও ড. মুহাম্মদ আলমগীর, অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ইসতিয়াক আহমদ, ড. গোলাম শাহি আলম, ড. সঞ্জয় কুমার অধিকারী ও ড. এস এম কবীর উপস্থিত ছিলেন।
সভায় ইউজিসির বিভাগীয় প্রধানরা ও বিএসি সচিব উপস্থিত ছিলেন।
Discussion about this post