নিউজ ডেস্ক
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আগুনে মৃত ব্যক্তিদের পরিবারকে আপাতত ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার জন্য ইউনাইটেড কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রাথমিকভাবে ক্ষতিপূরণ হিসেবে এক মাসের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী অনীক আর হক।
আদালতে আজ হাসপাতালের পক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক, হাসান এম এস আজীম, মুনতাসির আহমেদ ও নিয়াজ মোহাম্মদ মাহাবুব।
আইনজীবী অনীক আর হক বলেন, হাইকোর্টের আদেশ কিছুটা পরিবর্তন করে নিহত চার পরিবারকে ২৫ লাখ টাকা করে প্রাথমিক ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এক মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলেছেন আদালত।
গত বছরের ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। পরে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে ওই বছরের ৩০ মে রিট করেন আইনজীবী নিয়াজ মোহাম্মদ মাহবুব।
তবে, নিহত পাঁচজনের মধ্যে একজনের (মনির হোসেন) পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করায় আদালত তার বিষয়ে কোনো আদেশ দেননিঅ হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে ফের আপিল করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। আপিল বিভাগ আজ সেই আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
Discussion about this post