নিউজ ডেস্ক
চীনের সিনোফার্মের টিকা জরুরি ব্যবহার অনুমোদন দিয়েছে বাংলাদেশ এবং এ টিকা দেশেই উৎপাদনের ব্যবস্থা নেয়া হচ্ছে।। আগামী দুই সপ্তাহের মধ্যে এ টিকা প্রয়োগ ও করা হবে।
তিনি বলেন, আজ আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
তিনি আরো বলেন বাংলাদেশে তিনটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন তৈরির সক্ষমতা আছে এবং এগুলো হলো ইনসেপ্টা, হেলথ কেয়ার ও পপুলার ফার্মাসিউটিক্যালস।
“শুরুতে ইনসেপ্টার সাথে যোগাযোগ হবে। চীনা ও রাশিয়ানরা এসে দেখবেন। তারা এসেস করবেন। এরপর তাদের মধ্যে সমঝোতা হবে টিকা উৎপাদনের জন্য। ইনসেপ্টার একাই প্রতি মাসে ৮ মিলিয়ন টিকা উৎপাদনের সক্ষমতা আছে”।
চীনা টিকা আসার পর এক হাজার মানুষের ওপর প্রয়োগ করে তার সেফটিসহ আনুষঙ্গিক বিষয় পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশের তের কোটি মানুষকে টিকা দিতে হবে। এজন্য অক্সফোর্ডে টিকা ছাড়াও স্পুটনিক ভি, চীনা টিকার পাশাপাশি কোভ্যাক্স থেকেও আসবে এবং ফাইজার থেকেও পাওয়া যাবে কিছু টিকা।
এর আগে সকালে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চীনা টিকার অনুমোদনের তথ্য জানিয়ে বলেন বাংলাদেশের কোন কোম্পানি চাইলে রাশিয়া ও চীনের টিকা উৎপাদনের অনুমতি দেয়া হবে।
Discussion about this post