জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহালা গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও দু’টি ঘর ধসে পড়েছে। অপরিকল্পিত ও নিম্ন মানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করাই বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ওই ঘরে থাকা পরিবার দু’টির মধ্য আতঙ্ক বিরাজ করছে।
উপকারভোগী ঘরের মালিক ছকিনা ও বুদু মণ্ডল এবং আলম মণ্ডল ও লাবনীর বরাত দিয়ে এলাকাবাসী জানান, ঘরের ভিটা-মাটি নরম হওয়ায় গত কয়েকদিনে বৃষ্টিতে দেবে গিয়ে তাদের ঘর ধসে গেছে। তারা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো অপরিকল্পিতভাবে নিম্ন মানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করায় ভেঙে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মাজহারুল ইসলামের তদারকিতে নির্মিত প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল এক লাখ ৭১ হাজার টাকা। এ ব্যাপারে ইউএনও বলেন, ‘আমি ঘর পরিদর্শন করেছি। গত দুই দিনের বৃষ্টির কারণে দু’টি ঘরের সমস্যা হয়েছে। ঘরগুলো দ্রুত ঠিক করার ব্যবস্থা করছি। দ্রুতই মিস্ত্রি পাঠাবো।’
Discussion about this post