নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট থাকা শিক্ষার্থীদের ফল পুননিরীক্ষার সুযোগ দিয়েছিল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। সেই সুযোগ লুফে নিয়ে ৫ হাজার ১৯০ জন শিক্ষার্থী ফল পুনরমূল্যায়নের আবেদন করেন। তবে পুননিরীক্ষায় কোন শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়নি।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে পুননিরীক্ষার ফল প্রকাশ করেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এই ফল টেলিটকের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল শুক্রবার সকালে শিক্ষার্থীদের মুঠোফোনে পুননিরীক্ষার ফল পৌছে যাবে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও ফলাফল পুননিরীক্ষায় গঠিত সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক ভাবে টেলিটক বাংলাদেশের কাছে ফল হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব গণমাধ্যমকে বলেন, পুননিরীক্ষার ফল টেলিটকের কাছে জমা দেয়া হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল সকালে শিক্ষার্থীদের মুঠোফোনে রেজাল্ট চলে যাবে।
তিনি আরও বলেন, আমরা ওএমআর মেশিনে খুব ভালোভাবে উত্তরপত্রগুলো চেক করেছি। পুননিরীক্ষায় একজন শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন হয়নি। শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছিল সেই নম্বরই রয়েছে। আমরা রেজাল্ট পুনরমূল্যায়নে কোনো ঘাটতি রাখিনি।
Discussion about this post