নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়) চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। আজ বুধবার (২৬ মে) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি শুরু হয়। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনও উপস্থিত রয়েছেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ ছুটি বাড়ানো হয়েছে।
Discussion about this post