অনলাইন ডেস্ক
ঔষধ প্রশাসন অধিদপ্তর চীনের সিনোভ্যাক লাইফ সাইন্স কোম্পানির উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ।এ নিয়ে অনুমোদন পেল করোনাভাইরাসের পঞ্চম ভ্যাকসিন। এর আগে আরও চারটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আজ রোববার (০৬ জুন) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যবহার উপযোগী। দুই ডোজের এই টিকার প্রথম ডোজের দুই বা চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হবে।
সিনোভ্যাকের এ টিকা চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ব্যবহারের অনুমোদন দেয় চীন। এরপর এটি আরও ২২টি দেশে অনুমোদন পায়। ১ জুন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিনের লোকাল এজেন্ট হিসেবে রয়েছে ইনসেপ্টা কোম্পানি। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Discussion about this post