নিজস্ব প্রতিবেদক
বর্তমান পরিস্থিতিতে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস্টার ভিত্তিতে আমাদের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী । এজন্য ছাত্রছাত্রীদের রোল নম্বর ও বয়স অনুযায়ী বিভাগে ভাগ করা হতে পারে।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী বলেন, একেকদিন একেক ক্লাস্টারের শিক্ষার্থীরা স্কুলে আসবে। ক্লাস্টারে পরে যেদিন যাদের ক্লাস থাকবে না সেদিন তাদের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। তারা বাসায় বসে অ্যাসাইনমেন্ট করবে। এছাড়া আমাদের অনলাইনে ক্লাস চলমান থাকবে।
মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছি শিক্ষা টিভি চালু করার জন্য। এটি করতে পারলে সারাদেশের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ ছাত্রছাত্রীদের পাঠদানের আওতায় আনা যাবে।
তবে শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষার বিকল্প শিক্ষাই কথাটি জানিয়ে তিনি বলেন, করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার কারণে শারীরিকভাবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ হয়তো হচ্ছে না। এর বিকল্প খুঁজতে হবে। তবে সব স্তরে এই প্রস্তাব একই রকম নয়। প্রাথমিকে এক ধরনের, মাধ্যমিকে আরেক ধরনের, উচ্চ শিক্ষায় অন্য মাত্রার সংকট রয়েছে।
Discussion about this post