অনলাইন ডেস্ক
করোনা মহামারির সংক্রমণ রোধে এ বছরও সৌদির বাইরের কেউ হজ পালন করতে পারবেন না। গত বছরের মতো এবারও শুধুমাত্র সৌদিতে অবস্থানরত ৬০ হাজার ব্যক্তি হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরব। ফলে অন্য সব দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ এবার হজ পালন করতে পারবেন না।
আজ শনিবার (১২ জুন) সৌদির হজ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়।
আরব নিউজের খবরে জানা যায়, আগামী জুলাই মাসের মধ্যভাগে অনুষ্ঠিতব্য হজে ১৮-৬৫ বছর বয়সীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীদের দূরারোগ্য ব্যাধী থেকে মুক্ত ও সুস্থ-সবল থাকতে হবে।
তাছাড়া সৌদির স্বাস্থ্য বিভাগের অনুমোদিত করোনা টিকাগুলোর মধ্য থেকে টিকা গ্রহণ করতে হবে। করোনা টিকার পুরো ডোজ বা প্রথম ডোজ অবশ্য নিতে হবে। কিংবা কমপক্ষে হজ অনুষ্ঠিত হওয়ার ১৪ দিন আগে নিতে হবে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি সর্বাত্মকভাবে অনুসরণ করতে হবে।
সূত্র : আরব নিউজ
Discussion about this post