শিক্ষার আলো ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আবহাওয়ার কারণে বর্তমানে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার প্রকোপ দেখা দিয়েছে।
কখনো গরম, কখনো বৃষ্টি—এই ঠাণ্ডা-গরম স্যাঁতসেঁতে পরিবেশে দেশজুড়েই মৌসুমি রোগ হিসেবে জ্বর, সর্দি, কাশির প্রকোপ চলছে। তবে গত বছর থেকে করোনার উপসর্গ আর মৌসুমি এসব রোগের উপসর্গ একাকার হয়ে যাওয়ায় অনেকের পক্ষে ঠিক বুঝে ওঠা সম্ভব হচ্ছে না আসলে তার কী হয়েছে।
কারণ এই দুটিরই উপসর্গ প্রায় এক। এমনটাও দেখা যাচ্ছে, করোনা পজিটিভ হলে অনেকের যেমন মুখে রুচি বা ঘ্রাণ নষ্ট হয়, আবার অনেকের সেটা হয় না। এ অবস্থায় সবার জন্য বলব— যেহেতু মহামারি চলছে, তাই যাদেরই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেবে, তাদের প্রথম কাজ হচ্ছে দেরি না করে কভিড টেস্ট করা।
আবার যদি কভিড টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে, তাহলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু টেস্ট করাও প্রয়োজন। কারণ এখন ডেঙ্গুর মৌসুম। বিশেষ করে যাদের করোনা নেগেটিভ আসে, তাদের যদি উপসর্গ থাকে তবে ডেঙ্গু টেস্টসহ প্রয়োজনীয় আরো কিছু টেস্ট করা দরকার। অন্য কোনো কারণেও করোনা বা ডেঙ্গুর মতো উপসর্গ হতে পারে।
Discussion about this post