শিক্ষার আলো ডেস্ক
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় এই বিভাগে প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। আর সুস্থ হয়েছেন ১৯৪ জন।
রোববার (২০ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, যশোরে ৪ জন, ঝিনাইদহে ৪ জন, খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, নড়াইলে একজন ও মাগুরায় একজনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল শনিবার এই বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছিল।
Discussion about this post