নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (২৬ জুন) শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বর্তমান সময়ে নারীরা এখন সমান অধিকার ভোগ করছেন
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে চলেছেন। তবে নারীদের নিয়ে অনেকেই বিভিন্ন শব্দ ব্যবহার করেন, যেটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না।
নারীদের অগ্রগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, জন্মের পর থেকে নারীদের জন্য দেয়াল তুলে দেওয়া হয়। তাদের ওপর নির্দেশ দেওয়া হয়, এটা করবে না, ওটা করবে না। তবে নারীরা এখন সেই দেয়াল ভেঙে বেরিয়ে আসতে শুরু করেছে। দেয়াল ভাঙা নারীদের সংখ্যা এখন দিন দিন বাড়ছে।
ওয়েবিনারে জাহানারা ইমাম স্মারক বক্তৃতা দেওয়ার কথা ছিল কথাশিল্পী সেলিনা হোসেনের। তবে তিনি উপস্থিত না থাকলেও তার তার বক্তৃতা পড়ে শোনানো হয়।
এতে আরো বক্তব্য রাখেন সমাজকর্মী মালেকা খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।
Discussion about this post