অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ২৭৬ জন। দেশে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। এ সময় আট হাজার ৩৬৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৯৪ হাজার ৭৭০ জন।
আজ সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০৪ জনের মধ্যে পুরুষ ৬৮ জন এবং নারী ৩৬ জন। আর তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৮২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাসায় সাতজনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫৬৪টি পরীক্ষাগারে ৩৬ হাজার ৭৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৫ লাখ ৪১ হাজার ৭৭০টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা তিন হাজার ৫৭০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট আট লাখ সাত হাজার ৬৭৩ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার ২৩ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ছয় শংতাশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ১৪ হাজার ২৭৬ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ হাজার ১৮৬ জন (৭১ দশমিক ৩৫ ভাগ) ও নারী চার হাজার ৯০ জন (২৮ দশমিক ৬৫ ভাগ)।
Discussion about this post