অনলাইন ডেস্ক
করোনার টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া হলেও অবশ্যই মাস্ক পরতে হবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও অন্যান্য সুরক্ষা বিধিও মেনে চলতে হবে বলে জানিয়েছে সংস্থাটি। ফাইজার বা মডার্নার সম্পূর্ণ ডোজ টিকা যারা নিয়েছেন তাদেরও বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সবচেয়ে উচ্চ সংক্রমণশীল ও অনেক বেশি প্রাণঘাতী ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে এসব বিধি মেনে চলতেই হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর অ্যাকসেস টু মেডিসিন্স ও হেলথ প্রোডাক্টস-এর সহকারী মহাপরিচালক মারিয়াঞ্জেলা সিমাও জানান, দুই ডোজ টিকা নিলেই মানুষের উচিত হবে না নিজেদের সুরক্ষিত মনে করা।
সংক্রমণ এড়াতে তাদেরও সুরক্ষার প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে, করোনার সম্পূর্ণ ডোজ গ্রহণ করার পরই ঘরের বাইরে গেলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানাসহ মাস্ক ব্যবহার করতে হবে। খবর নিউইউর্ক টাইমসের।
Discussion about this post