অনলাইন ডেস্ক
সারা দেশে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড–১৯ শনাক্তকরণ পরীক্ষা অধিকহারে করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর কোভিড পরীক্ষা চলতি মাসে বিনা খরচে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।
এ অবস্থায় কোভিড–১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের এই শ্রেণির জনগোষ্ঠীর করোনা পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Discussion about this post