অনলাইন ডেস্ক
১৭ দিনের মধ্যে মহামারি করোনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণ হারিয়েছেন ২৯৮ জন। এর মধ্যে করোনায় ৮৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮১ জন। বাকি ৩২ জন করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন।
এর মধ্যে গত ১৪ জুলাই সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে এই ইউনিটে। এ ছাড়া গত ২৯ জুন মারা গেছেন ২৫ জন। হাসপাতালে করোনা ইউনিটে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।
সর্বশেষ শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। এর মধ্যে করোনায় আটজন, করোনার উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছেন এদের মধ্যে ৯জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।
রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন করে মারা গেছেন রামেক হাসপাতালের ৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩, ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর চারজন, পাবনার তিনজন এবং নাটোরের একজন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় যে দুজন মারা গেছেন তারা রাজশাহী জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫২৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৫৮ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮৯ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৮০ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ২৭ জন।
এর আগে শুক্রবার (১৬ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৮৪ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৬ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩১ দশমিক ৯২ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৩১ দশমিক ৮৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
Discussion about this post