নিজস্ব প্রতিবেদক
২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয় খাত থেকে শিক্ষকদের বেতন-ভাতা, পণ্য ও সেবার ব্যবহারসহ অন্যান্য ব্যয় নির্বাহে প্রায় ১৩ হাজার ৬৬৮ কোটি ১৪ লাখ টাকা মঞ্জুরি দিয়েছে সরকার।
মঙ্গলবার (২০ জুলাই) গত ১৫ জুলাইয়ের মঞ্জুরি আদেশটি প্রকাশিত হয়েছে।
মঞ্জুরি আদেশে বলা হয়, সংশ্লিষ্ট উপেজেলা/থানা শিক্ষা অফিসারদের বরাদ্দ দেওয়া এই অর্থ ব্যয় করার ক্ষমতা দেওয়া হয়। এই অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। কোনও অনিয়ম হলে আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
২০২১-২০২২ অর্থবছরের পণ্য ও সেবা ব্যবহারসহ অন্যান্য খাতে বরাদ্দ দেওয়া অর্থ ব্যবহার ছাড়া কোনও প্রকার বকেয়া বেতন-ভাতা দেওয়া যাবে না। অব্যয়িত অর্থ ২০২২ সালের ৩১ মে’র মধ্যে ফেরত দিতে হবে।
Discussion about this post