শিক্ষার আলো ডেস্ক
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ১৬৬ জনের মৃত্যু হয়েছে, এটি গত ১৭ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। গত ৬ জুলাইয়ের পর থেকে প্রতিদিনই বেশি বেশি মানুষের মৃত্যুর খবর পেয়েছে মানুষ।
ঈদের তিন দিনের সাধারণ ছুটি শেষে নতুন করে শাটডাউন শুরুর দিন শুক্রবার অধিদপ্তর থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন প্রাণহানি নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫১ জনে।
এর আগে, বৃহস্পতিবার ১৮৭ জন, বুধবার ১৭৩, মঙ্গলবার ২০০ ও সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান। শুক্রবার ১৮৭, বৃহস্পতিবার ২২৬ ও বুধবার ২১০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বাড়ায় শনাক্তের পরিমাণও বেড়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৬৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
আগের দিন শনাক্তের পরিমাণ ছিল ৩ হাজার ৬৯৭ জন। সে দিন পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৪৮৬ জনের। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ৫৮৩ জনে।
Discussion about this post