অনলাইন ডেস্ক
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. বিদ্যুৎ বড়ুয়া।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের সন্তান ডা. বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
পরবর্তীতে সুইডেনের কারোলিন্সকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ও এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি অক্সফাম বাংলাদেশের মেডিকেল কনসালট্যান্ট হিসেবেও নিযুক্ত ছিলেন।
এছাড়া তিনি ২০২০ সালে করোনা মহামারীতে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত করোনা বিশেষায়িত প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর প্রধান উদ্যোক্তা ও নির্বাহী পরিচালক। তিনি বাসায় পরিপূর্ণ চিকিৎসা সেবা নিয়ে ‘হোম হাসপাতাল’ এর প্রধান উদ্যোক্তাও। ডা. বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য।
Discussion about this post