অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ-প্রকৃতিকে রক্ষা করতে হবে আমাদের। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারো নেই বলেও মন্তব্য করেন তিনি।
সিআরবি আমাদের প্রাণ। প্রাণ ছাড়া চট্টগ্রাম বাঁচবে না। সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে শহীদের কবরের উপরে চট্টগ্রামবাসী কোনো বেসরকারি হাসপাতাল চায় না।
সিআরবি রক্ষায় নাগরিক সমাজ চট্টগ্রামের চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সিআরবি রক্ষায় গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ড. অনুপম সেন এসব কথা বলেন।
ড. অনুপম সেন আরো বলেন, শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্য মণ্ডিত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোনো ভাবেই চট্টগ্রামবাসী মেনে নেবে না ।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিনের সঞ্চালনায় গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান ডা. মাহাফুজুর রহমান, ড. ইদ্রিছ আলী, অ্যাডভোকেট মুজিবুল হক, শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, রতন কুমার রায়, বদরুল আনোয়ার চৌধুরী, সৈয়দ মোক্তার আহম্মেদ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ফারুক, মোহাম্মদ আবু হানিফ, আবদুর রশিদ, নাজমুল আহসান খান আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, অ্যাডভোকেট আখতার কবির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক আবদুল আল মামুন, কাজী নাজমুল হক, শাহাদাত হোসেন, মোছাহেব উদ্দীন বখতেয়ার, রাশেদুল আলম রাশেদ, তানভীর আরাফাত, কামাল পারভেজ, আমিন মুন্না প্রমুখ।
Discussion about this post