নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনায় প্রায় দেড় বছর ধরে বন্ধ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩১ আগস্ট স্কুল-কলেজের ছুটি শেষ হওয়ার কথা। তবে মহামারির প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল-কলেজ খুলবে তা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের সেই নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা- এ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তিন সচিব যোগ দেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধিদপ্তরের মহাপরিচালক এবং করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বড় বড় কলেজগুলোর অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পরামর্শক কমিটির কর্মকর্তারা অংশ নেবেন। সকলের উপস্থিতিতে ভার্চুয়াল সভায় এসব সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
সরকারের নীতিনির্ধারকরা বলছেন, ‘দ্রুত সময়’র মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম। এ কারণে এখনকার পরিস্থিতি ‘রিভিউ’ (পর্যালোচনা) করা প্রয়োজন। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এ বৈঠক ডাকা হয়েছে।
সভার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল বুধবার সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আমাদের সব প্রস্তুতি তো রয়েছে। সামনের দিনগুলোতে আমরা কি পদ্ধতিতে আগাবো, টিকা কার্যক্রমকে আরও কত দ্রুততার সাথে করা যায় এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়টি মাথায় রেখে যেকোন সিদ্ধান্ত নেয়া হবে।
Discussion about this post