নিজস্ব প্রতিবেদক
এসএসসির তিন বিষয় ৬ দিনে আর এইচএসসি ৩ বিষয়ের ৬ পত্রের পরীক্ষা ১২ দিনে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে আন্তবোর্ড। এদিকে প্রতিষ্ঠানের বেঞ্চের দৈর্ঘ্য বুঝে একজন করে কিংবা একটি আসন ফাঁকা রেখে আসনের পরিকল্পনা করা হবে।
প্রশ্ন আগের নিয়মে হলেও ৫০ নম্বরের হিসেবে শিক্ষার্থী সবচেয়ে বেশি অপশন নিয়েই উত্তর করার সুযোগ পাবেন জানিয়েছে আন্তবোর্ড।
এসএসসির ২৩ আর এইচএসসির প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর পরীক্ষা আয়োজনের যজ্ঞটা এবার বোর্ডগুলোর। তিনের বদলে দেড় ঘন্টায় আর ১’শর বদলে ৫০ নম্বরের পরীক্ষা হবে এই সিদ্ধান্ত আগেই হয়েছে।
মানবন্টন যেভাবে হবে
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম জানান, মানবিকের ১১ টি থেকে ৭টি প্রশ্নের উত্তর করার নিয়ম থাকলেও এবার ৩টি প্রশ্নের উত্তর করবে শিক্ষার্থীরা। নৈব্যক্তিক ৩০ এর বদলে ১৫ টির উত্তর করতে হবে।
বানিজ্যের ক্ষেত্রেও একই নিয়ম। আর বিজ্ঞানে লিখিত ২টি, নৈব্যাক্তিক ১২ টি প্রশ্নের সাথে ৫ নম্বরের ব্যবহারিক। পরীক্ষা ৩৭ নম্বরের হলেও তা ১শ নম্বরে রূপান্তর করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, আসন বিন্যাস হতে পারে জেড ফর্মে এবং সেই সাথে পরীক্ষা হবে দুইবেলা। শুধু তাই নয় এইচএসসিতে সর্বোচ্চ ৬ পত্রের পরীক্ষা শেষ হবে ১২ দিনে।
ঘোষণা অনুযায়ী, নভেম্বর থেকে ডিসেম্বরে পর্যায়ক্রমে এসএসসি আর এইচএসসি পরীক্ষা হবার কথা রয়েছে।
Discussion about this post