নিজস্ব প্রতিবেদক
সরকার কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধিতে সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মঙ্গলবার (৩১ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়েদ হাসান সেহাত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে তার দফতরে সাক্ষাতের সময় তিনি একথা জানান।
ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়েদ হাসান সেহাতকে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধিতে ইরানের অভিজ্ঞতা বিনিময়ের জন্যে সরকার সব ধরনের সহয়াতা করবে।’
ইরানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক বন্ধন রয়েছে। বাংলা ভাষা এবং সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব দুই দেশের মধ্যে মেলবন্ধন রচনা করেছে।’
করপোরেট বোনাসহ বিভিন্ন হস্তশিল্পে ইরানের বিশ্বজোড়া সুনাম রয়েছে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী এসব বিষয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন।’
এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীদের সরকারি পর্যায়ে স্কলারশিপ দিয়ে ইরানে লেখাপড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাতের সময় বাংলাদেশে ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়েদ হাসান সেহাত বলেন, ‘ইরান বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচলানা করে যাচ্ছে।’
Discussion about this post