নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকস্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পিইসি-জেএসসি-জেডিসি পরীক্ষা এবং অন্য শ্রেণিগুলোর বার্ষিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
বার্ষিক পরীক্ষা নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগে খুলি। সেই পরিস্থিতি যদি থাকে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা যদি আমরা নিতে পারি তাহলে বার্ষিক পরীক্ষা নেওয়া বিষয় না। আশা করি, সংক্রমণের হার বাড়বে না।
Discussion about this post