নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের সাথে জেএসসি পরীক্ষার বিষয়ে আলাপকালে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ জানান, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আয়োজনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এসএসসি-এইচএসসি পাবলিক পরীক্ষা। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আছে। আমরা নির্দেশনা অনুযায়ী পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। পাবলিক পরীক্ষা না হওয়ায় নির্দেশনা ছাড়া এ বিষয়ে শিক্ষা বোর্ড কিছু করতে পারবে না।
প্রফেসর নেহাল আহমেদ আরও বলেন, নির্দেশনা পেলে আগামী ডিসেম্বর মাসে পরীক্ষা আয়োজন করা যেতে পারে। ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা আছে। আমরা এর মাঝেই জেএসসি পরীক্ষা নিতে পারবো।
Discussion about this post